নরসিংদী জেলায় নতুন করে আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

জেলায় আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৩৫ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত একই অর্থাৎ ৩৯ জনই আছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৮শে জুলাই পাঠানো ১৪ টি নমুনার ৪ টি পজিটিভ এসেছে । এর মধ্য ৩টি সদর উপজেলার ও ১টি রায়পুরা উপজেলার। ২৮শে জুলাই তারিখে আইপিএইচে পাঠানো ১১৯টি নমুনার ফলাফলে ৫টি পজিটিভ এসেছে। এর মধ্য ১টি সদর উপজেলার, ৩টি বেলাব উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ১টি পলাশ উপজেলার ও ১টি রায়পুরা উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ১০৫৩ জন
রায়পুরা উপজেলাঃ ১৩২ জন
শিবপুর উপজেলাঃ ১৭৩ জন
পলাশ উপজেলাঃ ১৪৫ জন
মনোহরদী উপজেলাঃ ১১৯ জন
বেলাব উপজেলাঃ ১১৩ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৪৯৭ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩ জন ও হোম আইসোলেশনে ১৮৫ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।