নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭২১ জন

জেলায় আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭২১ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত একই অর্থাৎ ৩৯ জনই আছে। ২৭শে জুলাই তারিখে আইপিএইচে পাঠানো ৮২টি নমুনার ফলাফলে ৫টি পজিটিভ এসেছে। এর মধ্য ১টি সদর উপজেলার, ১টি শিবপুর উপজেলার, ২টি মনোহরদী উপজেলার ও ১টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ১০৪৭ জন

রায়পুরা উপজেলাঃ ১৩০ জন

শিবপুর উপজেলাঃ ১৭২ জন

পলাশ উপজেলাঃ ১৪৪ জন

মনোহরদী উপজেলাঃ ১১৮ জন

বেলাব উপজেলাঃ ১১০ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৪৮৭ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২ জন ও হোম আইসোলেশনে ১৮৮ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।