গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৯৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২৯১৮৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩০০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৩১ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১২৭৪১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১২৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮০টির অধিক ল্যাবে এই পরীক্ষা সম্পূর্ণ হয়। দেশে এ পর্যন্ত মোট ১১৩৭১৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯৮৭৭১ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১৮ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৩৯১ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৬৯০০ জনের।