নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৬১ জন
জেলায় আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৬১ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ৩৯ জনই আছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২০শে জুলাই তারিখে পাঠানো ২০টি নমুনার ফলাফলে ১১টি পজেটিভ এসেছে। এর মধ্য ৬টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ২টি রায়পুরা উপজেলার ও ১টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ১০২৪ জন
রায়পুরা উপজেলাঃ ১২৮ জন
শিবপুর উপজেলাঃ ১৬১ জন
পলাশ উপজেলাঃ ১৩৬ জন
মনোহরদী উপজেলাঃ ১০৫ জন
বেলাব উপজেলাঃ ১০৭ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৪২৭ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৫ জন ও হোম আইসোলেশনে ১৮৩ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।