নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৩১ জন
জেলায় আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৩১ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ৩৯ জনই আছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ১৮ জুলাই তারিখে পাঠানো ২০টি নমুনার ফলাফলে ১১টি পজেটিভ এসেছে। এর মধ্য ৭টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ২টি রায়পুরা উপজেলার ও ১টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ১০০৮ জন
রায়পুরা উপজেলাঃ ১২৮ জন
শিবপুর উপজেলাঃ ১৫২ জন
পলাশ উপজেলাঃ ১৩৪ জন
মনোহরদী উপজেলাঃ ১০৫ জন
বেলাব উপজেলাঃ ১০৪ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৪০৪ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৪ জন ও হোম আইসোলেশনে ১৬৩ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।