করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৪৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২০৪৫২৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫৪৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১১১৬৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় ১০৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০৬২৫টি নমুনা। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮০টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১০২৮২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ২৯ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩২ জন ও বাসায় ৫ জন। তাদের মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ১৫ জন, চট্রগ্রাম বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৩ জন, ময়মনসিনংহ বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ২ জন রয়েছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ২০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৪ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্য রয়েছে ১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯০২৬৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১৬ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১২৪১ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৬২৪১ জনের।