নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬শ ছাড়াল

জেলায় আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬০৬ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ৩৯ জন। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ১৫ জুলাই তারিখে পাঠানো ৭টি নমুনার ফলাফলে ৩টি পজেটিভ এসেছে। এর সব কটিই সদর উপজেলার মধ্য রয়েছে। ১৫ জুলাই তারিখে আইপিএইচে পাঠানো ৫৪ টি নমুনার ফলাফলে ৮ট পজেটিভ এসেছে। এর মধ্য ২টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ১টি বেলাব উপজেলার ও ৪টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৯৯৪ জন

রায়পুরা উপজেলাঃ ১২৪ জন

শিবপুর উপজেলাঃ ১৪৯ জন

পলাশ উপজেলাঃ ১৩২ জন

মনোহরদী উপজেলাঃ ১০৪ জন

বেলাব উপজেলাঃ ১০৩ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৩৫২ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৭ জন ও হোম আইসোলেশনে ১৮৭ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।