নরসিংদী জেলায় নতুন ১৮ জনসহ মোট আক্রান্ত ১৫৪৮ জন

জেলায় আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৪৮ জন। ৯ই জুলাই আইপিএইচে পাঠানো ৭৫টি নমুনার ফলাফলে ১২টি পজেটিভ এসেছে। এর মধ্য ৫টি সদর উপজেলার, ১টি রায়পুরা উপজেলার, ১টি পলাশ উপজেলার, ৩টি বেলাব উপজেলার ও ২টি শিবপুর উপজেলার। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ৯ই জুলাই পাঠানো ১৩টি নমুনার ৬টি পজেটিভ এসেছে। এর মধ্য সদর উপজেলার ৩টি, রায়পুরা উপজেলার ১টি, ১টি বেলাব উপজেলার ও ১টি মনোহরদী উপজেলার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পোড়াদিয়া, বেলাব নিবাসী জয়নাল আবেদীন, বয়স ৬৪ বছর, আজ ১০/০৭/২০২০ সকাল ৭.০০ ঘটিকায় মারা যান। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৯৫৮ জন

রায়পুরা উপজেলাঃ ১২২ জন

শিবপুর উপজেলাঃ ১৪৫ জন

পলাশ উপজেলাঃ ১২৮ জন

মনোহরদী উপজেলাঃ ৯৬ জন

বেলাব উপজেলাঃ ৯৯ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১২২১ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১২ জন ও হোম আইসোলেশনে ২৬০ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।