নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৫২৬ জন

জেলায় আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫২৬ জন। ৭ই জুলাই আইপিএইচে পাঠানো ৮২টি নমুনার ফলাফলে ১১টি পজেটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার, ৪ টি মনোহরদী উপজেলার, ২টি বেলাব উপজেলার ও ১টি শিবপুর উপজেলার। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ৭ই জুলাই পাঠানো ১৬টি নমুনার ১টি পজেটিভ এসেছে এবং এটি সদর উপজেলার। ৮ই জুলাই আইপিএইচে পাঠানো ৫৭টি নমুনার ফলাফলে ৮টি পজেটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার, ২টি মনোহরদী উপজেলার ও ২টি শিবপুর উপজেলার। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৯৪৯ জন

রায়পুরা উপজেলাঃ ১১৯ জন

শিবপুর উপজেলাঃ ১৪২ জন

পলাশ উপজেলাঃ ১২৭ জন

মনোহরদী উপজেলাঃ ৯৫ জন

বেলাব উপজেলাঃ ৯৪ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৫ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১১৯০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১১ জন ও হোম আইসোলেশনে ২৬৮ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।