গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৪৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭২১৩৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৭৩৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৮০৮৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৫৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৫৬৭২টি নমুনা। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৭৫টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৮৮৯১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪৬ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩৮ জন ও বাসায় ৮ জন। তাদের মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ১২ জন, চট্রগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ১ জন ও সিলেট বিভাগে ৪ জন রয়েছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৬ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ৩ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্য ১ জন রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৯০৯৯ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১৩ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১০৪৫ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৫৪১৬ জনের।