গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৫৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬২৪১৭ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৫৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২০৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯০৪ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৭২৬২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৩৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৭১টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৮৪৯০৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৫৫ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৭৭৪০ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১২ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৯৮৬ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৫১৫৫ জনের।