নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৪৫৯ জন, এর মধ্য ৯২০ জন সদরের

জেলায় আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৯ জন। ২রা জুলাই আইপিএইচে পাঠানো ৭৯ টি নমুনার ফলাফলে ১৩ টি পজিটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার, ৩ টি মনোহরদী উপজেলার, ১টি শিবপুর উপজেলার, ৪টি বেলাব উপজেলার ও ১টি রায়পুরা উপজেলার। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২রা জুলাই তারিখে পাঠানো ১৭ টি নমুনার ১টি পজিটিভ এসেছে এবং এটি রায়পুরা উপজেলার। অপরদিকে আইইডিসিআরে পাঠানো ( তাং উল্লেখ করে নাই) ১৩টি নমুনার ২টি পজেটিভ এসেছে। এর ১টি সদর উপজেলার ও ১টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৯২০ জন
রায়পুরা উপজেলাঃ ১১২ জন
শিবপুর উপজেলাঃ ১৩৩ জন
পলাশ উপজেলাঃ ১২৫ জন
মনোহরদী উপজেলাঃ ৮০ জন
বেলাব উপজেলাঃ ৮৯ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২২ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৪ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১০০৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৪ জন ও হোম আইসোলেশনে ৩৮৫ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।