গত ২৪ ঘণ্টায় আরও ৩২৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩২৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫৯৬৭৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৯ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৬৭৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৭০৭২১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৩৮৭১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৪৭২৭টি নমুনা। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৭১টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় যে ২৯ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ২১ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ২৫ জন, বাসায় ১জন ও ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনান হয়। এদের মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ১ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ২ জন রয়েছেন। দেশে এ পর্যন্ত যে ১৯৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে তার মধ্য ১৫৮৭ জন পুরুষ ও ৪১০ জন নারী রয়েছে।