নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৪৩ জন
জেলায় আরও ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৪৩ জনে। অপরদিকে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫ জনে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৮শে জুন পাঠানো ২০ টি নমুনার ৯টি পজিটিভ এসেছে। এর মধ্য ৮টি সদর উপজেলার ও ১টি রায়পুরা উপজেলার। ১লা জুলাই আইপিএইচে পাঠানো ৬২টি নমুনার ফলাফলে ৫টি পজিটিভ এসেছে। এই ৫টির মধ্য ৩টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার ও ১টি শিবপুর উপজেলার। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ১লা জুলাই পাঠানো ২০ টি নমুনার ০৮ টি পজিটিভ এসেছে। এর মধ্য ৭টি সদর উপজেলার ও ১টি শিবপুর উপজেলার।
জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৯১৫ জন
রায়পুরা উপজেলাঃ ১১০ জন
শিবপুর উপজেলাঃ ১৩২ জন
পলাশ উপজেলাঃ ১২৪ জন
মনোহরদী উপজেলাঃ ৭৭ জন
বেলাব উপজেলাঃ ৮৫ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২২ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৪ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৯৫৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৪ জন ও হোম আইসোলেশনে ৪১৩ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।