করোনা ভাইরাসের ভেকসিন আবিস্কারের দাবি বাংলাদেশী কোম্পানীর

দেশীয় কোম্পানী গ্লোব বায়োটেক করোনা ভাইরাসের ভেকসিন আবিস্কারের দাবি করছে। প্রানীদেহে প্রয়োগ করে এর কার্যকারিতার প্রমান মিলেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রানীদেহে ভেকসিনটি প্রয়োগে এন্টিবডি তৈরী হয়েছে বলে দাবি করছেন তারা। ৬/৭ সপ্তাহের মধ্য ভেকসিনটি মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা।

করোনা ভাইরাস সংক্রমন শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের ভেকসিন তৈরীর কাজ শুরু করে। এই ক্ষেত্রে ইংল্যান্ড, আমেরিকা ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ভেকসিন প্রস্তুতের কাজ ও গবেষনা চালিয়ে যাচ্ছে। ভিভিন্ন প্রতিষ্ঠান ভেকসিন তৈরী করে তা মানব দেহে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন বলে শুনা যাচ্ছে। তবে এখনো বানিজ্যিকভাবে উত্পাদনে যাওয়ার মত ডেভেলপমেন্ট হয়নি। আর এবার সেই প্রচেষ্ঠার সাথে যুক্ত হল বাংলাদেশী কোম্পানী গ্লোব বায়োটেক লিঃ।