দেশে আরও ৩৭৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত

গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তঃ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৭৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৪৯২৫৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৪৮৪ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৬২১০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৬৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৭৮৭৫টি নমুনা। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৬৯টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৭৮৭৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন ও ১০০ বছরের ১ জন রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৫২৬২ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১১ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৯০৬ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪৭৮১ জনের।