নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪১৩ জন

জেলায় আরও ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪১৩ জনে। অপরদিকে মৃত্যুর তালিকায় আরও ১ জন যোগ হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৮শে জুন পাঠানো ১১ টি নমুনার ৪টি পজিটিভ এসেছে। এর মধ্য ৩টি সদর উপজেলার ও ১টি রায়পুরা উপজেলার। ২৭শে জুন আইপিএইচে পাঠানো ৩৫টি নমুনার ফলাফলে ৬টি পজিটিভ এসেছে। এই ৬টির মধ্য ১টি সদর উপজেলার, ২টি মনোহরদী উপজেলার, ১টি রায়পুরা উপজেলার, ১টি বেলাব উপজেলার ও ১ টি পলাশ উপজেলার।

২৬শে জুন আইপিএইচে পাঠানো ২৭টি নমুনার ফলাফলে ৫টি পজিটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার ও ১টি পলাশ উপজেলার । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মতিউর রহমান , বয়স ৫৮ বছর, পলাশ , নরসিংদী গত ২৮ জুন, দুপুর ২টার সময় মৃত্যুবরণ করেন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৮৯৭ জন

রায়পুরা উপজেলাঃ ১০৮ জন

শিবপুর উপজেলাঃ ১২৯ জন

পলাশ উপজেলাঃ ১২২ জন

মনোহরদী উপজেলাঃ ৭৬ জন

বেলাব উপজেলাঃ ৮১ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২২ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৪ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৮৮৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২৪ জন ও হোম আইসোলেশনে ৪৫১ জন।