নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ জন

জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আরও ৫৭ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯৮ জন। জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মন্জু সাহা ,বয়স ৬০ বছর, ব্রাহ্মণদী , সদর ,নরসিংদী ২৪শে জুন সকাল ১০ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এবং বিনয় দাস ,বয়স ৮০ বছর,সদর ,নরসিংদী ২৯ জুন দুপুরে সাহাব উদ্দিন মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।

২১শে জুন আইপিএইচে পাঠানো ১০২ টি নমুনার ফলাফলে ১৫টি পজিটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার, ২টি শিবপুর উপজেলার, ৫টি রায়পুরা উপজেলার, ১টি বেলাব উপজেলার ও ৩টি পলাশ উপজেলার। ২১শে জুন সংগ্রহকৃত ও ২২শে জুন ঢাকার আইপিএইচে পাঠানো ৯৪টি নমুনার মধ্য ১৪টি পজেটিভ এসেছে। এর মধ্য ১টি শিবপুর উপজেলার, ৫টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ২টি রায়পুরা উপজেলার, ৪টি বেলাব উপজেলার ও ১টি পলাশ উপজেলার । ২৩শে জুন আইপিএইচে পাঠানো ১১২টি নমুনার ফলাফলে ২২টি পজেটিভ এসেছে। এর মধ্য ৯টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ৪টি রায়পুরা উপজেলার, ৪টি বেলাব উপজেলার ও ৪টি পলাশ উপজেলার। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৭শে জুন পাঠানো ২০টি নমুনার ৬টি পজিটিভ এসেছে। এর মধ্য ৫টি সদর উপজেলার ও ১ টি শিবপুর উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৮৮৯ জন

রায়পুরা উপজেলাঃ ১০৬ জন

শিবপুর উপজেলাঃ ১২৯ জন

পলাশ উপজেলাঃ ১২০ জন

মনোহরদী উপজেলাঃ ৭৪ জন

বেলাব উপজেলাঃ ৮০ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২২ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৪ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৮৮৭ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২৩ জন ও হোম আইসোলেশনে ৪০০ জন।