ঢাকা মেডিকেলে ১ মাসে ২০ কোটি টাকার খাবার বিল নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসে ডাক্তার ও নার্সদের খাবারের বিল হয়েছে ২০ কোটি টাকা। এই বিল অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যদি কোন অনিয়ম হয়ে থাকে তা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনি আলোচনায় অংশ নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী এই কথা বলেন। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরর বক্তব্যর জবাবে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জিএম কাদের ঠিকই বলেছেন- এক মাসে ২০ কোটি টাকা খাবার বিল হল কিভাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কাজে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং স্টাফদের খাওয়া বাবদ এক মাসে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কার্যকর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাজেট বাস্তবায়নে অতীতে আমরা ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবো না। যতই বাধা আসুক তা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশের কোন মানুষকে আমরা অভুক্ত থাকতে দেব না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও স্মরন করিয়ে দেন।