গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে ৪৫ জন


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪০১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৪১৮০১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২০৫৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৫৭৭৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৪৪১৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৭৮৩৭টি নমুনা। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৬৮টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৭৫১০৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪৫ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩০ জন, বাসায় ১৪ জন ও হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় ১ জনকে । তাদের মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ২২ জন, চট্রগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৬ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন ও ৯০ থেকে ১০০ বছরের মধ্য ১ জন রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮২২৩৮ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১১ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৮৬১ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪৫৬১ জনের।