নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৩৯ জন

জেলায় নতুন করে আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৩৯ জনে। ১৮ই জুন সংগ্রকৃত ও ১৯শে জুন ঢাকার আইপিএইচে পাঠানো ৮৮টি নমুনার ফলাফলে ১২টি পজেটিভ এসেছে। এই ১২টির মধ্য ১টি শিবপুর উপজেলার, ৫ টি সদর উপজেলার, ৫ টি পলাশ উপজেলার ও ১ টি বেলাব উপজেলার। অপরদিকে ১৯শে জুন সংগ্রহকৃত ও ২০শে জুন ঢাকার আইপিএইচে এ পাঠানো ৭৯ টি নমুনার ফলাফলে ৮টি পজেটিভ এসেছে। এর মধ্য ১টি শিবপুর উপজেলার, ৩ টি সদর উপজেলার, ২ টি মনোহরদী উপজেলার ও ২ টি রায়পুরা উপজেলার। মাজলুল হক ,বয়স ৭০ বছর, বেলাব ,নরসিংদী, গত ২০শে জুন সকাল ৮:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ জনে।

জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৮৬৪ জন

রায়পুরা উপজেলাঃ ৯৫ জন

শিবপুর উপজেলাঃ ১২৫ জন

পলাশ উপজেলাঃ ১১২ জন

মনোহরদী উপজেলাঃ ৭২ জন

বেলাব উপজেলাঃ ৭১ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১৮ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৪ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৮৫৫ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২৮ জন ও হোম আইসোলেশনে ৪০৮ জন।