দেশে নতুন করে আরও ৩৮৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৮৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৩০৪৭৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৬৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬৩৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৫৩১৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৮৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত পিসিআর ল্যাবে এই পরিক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৬৯৯৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪০ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩১ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩১ জন ও বাসায় ৯ জন। তাদের মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ১৪ জন, চট্রগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছে। এদের মধ্য ০ থেকে ১১ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৩ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৫৬৮০ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১০ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৭৯২ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪২৫১ জনের।