নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫৬ জন

জেলায় নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ১৪ই জুন সংগ্রহকৃত ও ১৫ই জুন আইপিএইচে পাঠানো ২৪টি নমুনার ফলাফলে ৮টি পজেটিভ এসেছে। এই ৮টির মধ্য ২টি শিবপুর উপজেলার ও ৬টি মনোহরদী উপজেলার। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৫৬ জনে। অপরদিকে জেলা সিভিল সার্জনের তথ্যমতে জেলায় এ পর্যন্ত ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৮২৪ জন

রায়পুরা উপজেলাঃ ৮৬ জন

শিবপুর উপজেলাঃ১১১ জন

পলাশ উপজেলাঃ ১০১ জন

মনোহরদী উপজেলাঃ ৬৬ জন

বেলাব উপজেলাঃ ৬৮ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১৭ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৭৫৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩০ জন ও হোম আইসোলেশনে ৪৪০ জন।