নরসিংদী জেলায় আরও ১৫ জনসহ মোট আক্রান্ত ১২৭১ জন

জেলায় নতুন করে আরও ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ১৪ই জুন সংগ্রহকৃত ও ১৫ই জুন ঢাকার আইপিএইচে পাঠানো বাকি ৯৩ টি নমুনার ফলাফলে ৭টি পজেটিভ এসেছে। এর মধ্য ২ টি শিবপুর উপজেলার, ৩ টি সদর উপজেলার, ১ টি পলাশ উপজেলার ও ১ টি রায়পুরা উপজেলার। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৩ই জুন পাঠানো ১১ টি নমুনার মধ্যে ০৫ টি পজিটিভ এসেছে। এর মধ্য ৩ টি সদর উপজেলার ও ২ টি মনোহরদী উপজেলার। ২১ ও ২২শে জুন মাধবদী থেকে আইইডিসিআরে পাঠানো ১৪ টি নমুনায় ০৩ টি পজিটিভ এসেছে। এই সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৭১ জনে। অপরদিকে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৮৩৩ জন

রায়পুরা উপজেলাঃ ৮৭ জন

শিবপুর উপজেলাঃ১১৩ জন

পলাশ উপজেলাঃ ১০২ জন

মনোহরদী উপজেলাঃ ৬৮ জন

বেলাব উপজেলাঃ ৬৮ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১৭ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৭৫৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩০ জন ও হোম আইসোলেশনে ৪৪০ জন।