নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জন

জেলা সিভিল সার্জনের তথ্যমতে জেলায় করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাড়িয়েছে। যে ২৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১৭ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। অপরদিকে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২৪৮ জনে। এর মধ্য সদর উপজেলায়ই রয়েছে ৮২৪ জন যা জেলায় মোট আক্রান্তের ৬৬ শতাংশ। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৮২৪ জন
রায়পুরা উপজেলাঃ ৮৬ জন
শিবপুর উপজেলাঃ১০৯ জন
পলাশ উপজেলাঃ ১০১ জন
মনোহরদী উপজেলাঃ ৬০ জন
বেলাব উপজেলাঃ ৬৮ জন

জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৭০৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২৮ জন ও হোম আইসোলেশনে ৪৮৪ জন। জেলার রেড জোন ঘোষিত অঞ্চলে আজ (মঙ্গলবার ) থেকে সাধারন ছুটি চলছে।