বাংলাদেশের করোনা পরিস্তিতিতে হতাশা প্রকাশ করেছেন চীনা বিশেষজ্ঞ দল
সফররত চীনা বিশেষজ্ঞ দল করোনার মত ভয়াবহ ছোঁয়াচে রোগের ব্যপারে বাংলাদেশের মানুষ সচেতন না বলে মন্তব্য করেছেন। চীনের এই বিশেষজ্ঞ দল বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন। অপরদিকে পর্যাপ্ত পরিমান টেস্ট হচ্ছে না বলে তারা জানিয়েছেন। আজ রবিবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) এর সাথে এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তারা এই মত প্রকাশ করেছেন।
গত ৮ই জুন চীনের ১০ সদস্যের এই বিশেষজ্ঞ দলটি করোনা বিষয়ে বাংলাদেশের অবস্থা ও তাদের মতামত প্রদান করে সহযোগীতার জন্য বাংলাদেশ সফরে আসেন । এই সময়ে তারা বাংলাদেশের বিভিন্ন করোনা হাসপাতাল, করোনা রোগী, চিকিৎসা ব্যবস্থা, কোয়ারেন্টাইন সেন্টার ও টেস্ট সেন্টারগুলি পরিদর্শন করেন। করোনা বিষয়ে তারা তাদের অভিজ্ঞতার কথা বাংলাদেশের করোনা চিকিৎসায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তুলে ধরেন। সফর শেষে সোমবার প্রতিনিধি দলটির দেশে ফিরে যাবার কথা রয়েছে।