দেশে নতুন করে আরও ৩৫৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৫৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১১২৩০৬ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৯ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০৮৪ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৫০৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১৫৭১০টি নমুনা সংগ্রহ করে ১৫৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৬০টি ল্যাবে এই নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত ৬১৫১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় যে ৩৯ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩৩ জন ও বাসায় ৬ জন। এদের মধ্য ০ থেকে ১০ বছর বয়সের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ২ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৫৭৬৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৬৮২ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩৭৩৬ জনের।