নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৫ জন
জেলায় আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করার সংবাদ দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ জনে। নতুন যে ২ জন মৃত্যুবরণ করেছেন তারা হলেন- বাবুল , বয়স ৫২ বছর, দড়িপাড়া,মাধবদী, সদর ,নরসিংদী, তিনি গত ১৮ জুন দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন এবং নূর মোহাম্মদ ,বয়স ৫০ বছর, বাগহাটা, সদর ,নরসিংদী, তিনি গত ১১ জুন মৃত্যুবরণ করেন। মাধবদী থেকে আইইডিসিআরে পাঠানো ৫১টি নমুনার মধ্য ৮টি পজেটিভ এসেছে। এদিকে জেলায় আরও ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২১৫ জনে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৮০৪ জন
রায়পুরা উপজেলাঃ ৮২ জন
শিবপুর উপজেলাঃ১০৭ জন
পলাশ উপজেলাঃ ১০০ জন
মনোহরদী উপজেলাঃ ৫৮ জন
বেলাব উপজেলাঃ ৬৪ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১৫ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৫০০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩২ জন ও হোম আইসোলেশনে ৬৫২ জন।