নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২০১ জন

জেলায় করোনা ভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২০১ জনে। অপরদিকে নতুন করে ২ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। ১২ই মে সংগ্রহ করা ও ১৩ই মে জন স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো ৭৩টি নমুনার মধ্য ১৩টি পজেটিভ এসেছে। এর মধ্য ০৩ টি সদর উপজেলার, ০৪টি শিবপুর উপজেলার, ০১ টি বেলাব উপজেলার, ০৪ টি মনোহরদী উপজেলার ও ০১ টি রায়পুরা উপজেলার। অপরদিকে খোদেজা , বয়স ৬৩ বছর, সদর ,নরসিংদী গত ১৫ই জুন রাত ১২:৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং মোজাম্মেল হক , বয়স ৪৬ বছর, মনোহরদী ,নরসিংদী গত ১৭ই জুন মৃত্যুবরণ করেন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৭৯৬ জন

রায়পুরা উপজেলাঃ ৮২ জন

শিবপুর উপজেলাঃ১০১ জন

পলাশ উপজেলাঃ ১০০ জন

মনোহরদী উপজেলাঃ ৫৮ জন

বেলাব উপজেলাঃ ৬৪ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১৩ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৪৯৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৩ জন ও হোম আইসোলেশনে ৬৩৫ জন।