নরসিংদী জেলায় আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

জেলায় নতুন করে আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮৮ জনে। অপরদিকে জেলায় এ পর্যন্ত মৃত্যুবরন করেছে ২১ জন। জেলা সিভিল সার্জন অফিস জেলার করোনা ভাইরাস আক্রান্তের এই সবশেষ তথ্য প্রকাশ করেছে। আক্রান্তদের মধ্য শুধু সদর উপজেলায়ই রয়েছে ৭৯৩ জন যা জেলায় মোট আক্রান্তের ৬৬.৭৫ শতাংশ। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৭৯৩ জন

রায়পুরা উপজেলাঃ ৮১ জন

শিবপুর উপজেলাঃ ৯৭ জন

পলাশ উপজেলাঃ ১০০ জন

মনোহরদী উপজেলাঃ ৫৪ জন

বেলাব উপজেলাঃ ৬৩ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২১ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১২ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৪৯৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৩ জন ও হোম আইসোলেশনে ৬৩৫ জন।