নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৪৬ জন

জেলায় আরও ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৪৬ জনে। ১০ই জুন সংগৃহীত ও ১১ই জুন ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো ১১৭টি নমুনার মধ্য ২৪টি পজেটিভ এসেছে। এই ২৪টির মধ্য সদর উপজেলার ৫টি, ০৩ টি পলাশ উপজেলার, ১১ টি শিবপুর উপজেলার ও ৫ টি বেলাব উপজেলার। ১২ ও ১৩ই জুন পলাশ ও মাধবদী থেকে আইইডিসি আরে এ পাঠানো ৫৮ টি নমুনার মধ্যে ০১ টি পজেটিভ এসেছে এবং এটি মাধবদীর। অপরদিকে ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ১৬ই জুন পাঠানো ১১ টি নমুনার মধ্যে ০৪ টি পজিটিভ এসেছে। এর মধ্য ৩টি সদর উপজেলার ও ১টি মনোহরদী উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৭৬৫ জন
রায়পুরা উপজেলাঃ ৭৯ জন
শিবপুর উপজেলাঃ ৯৪ জন
পলাশ উপজেলাঃ ১০০ জন
মনোহরদী উপজেলাঃ ৪৬ জন
বেলাব উপজেলাঃ ৬২ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২১ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১২ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৪৯৫ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন ও হোম আইসোলেশনে ৫৬৪ জন।