দেশে নতুন করে আরও ৩৮০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৮০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১০২২৯২ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৭৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪০১৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৭৩৪৯টি নমুনা সংগ্রহ করে ১৬২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত ‌ মোট ৫৬৭৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩১ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ২৪ জন ও বাসায় ১৪ জন। এদের মধ্য ০ থেকে ১০ বছর বয়সের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৫ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬০৭৮৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৮ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৬২১ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩৪৩৫ জনের।