নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জন

জেলায় আরও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১১৭ জনে। নতুন করে আরও ২ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১ জনে। ৯ই মে সংগৃহীত ও ১০ই মে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো ১৩৬টি নমুনার মধ্য ৩০টি পজেটিভ এসেছে। এই ৩০টির মধ্য সদর উপজেলার ১৩টি, ০২ টি পলাশ উপজেলার, ০৬ টি মনোহরদী উপজেলার, ০৫ টি শিবপুর উপজেলার, ০১ টি বেলাব উপজেলার ও ০৩ টি রায়পুরা উপজেলার। অপরদিকে নতুন করে যে দুই জনের মৃত্যুর সংবাদ দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস তার মধ্য রয়েছে জায়েদুল হক ভূইয়া , বয়স ৬০ বছর, বেলাব ,নরসিংদী ও তিনি গত ০৮ই জুন মৃত্যুবরণ করেন এবং রেহানা বেগম, বয়স ৬০ বছর, বাসাইল রেল গেইট ,নরসিংদী সদর ও তিনি গত ১০ই জুন দুপুর ০৩:০০ টায় মৃত্যুবরণ করেন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৭৫৬ জন

রায়পুরা উপজেলাঃ ৭৯ জন

শিবপুর উপজেলাঃ ৮৩ জন

পলাশ উপজেলাঃ ৯৭ জন

মনোহরদী উপজেলাঃ ৪৫ জন

বেলাব উপজেলাঃ ৫৭ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ২১ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১২ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৪৯২ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন ও হোম আইসোলেশনে ৫৩৬ জন।