দেশে নতুন করে আরও ৪০০৮ করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪০০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯৮৪৮৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৩ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯২৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৩৮১৮৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১৮৯২২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৭২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫১২৪৪টি। দেশের ৬১টি ল্যাবে এই নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ২৭ জন, বাসায় ১৫ জন ও ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্য ০ থেকে ১০ বছর বয়সের মধ্য ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৯ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ২ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৮৯৯৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৮ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৫৯৮ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩৩৪৯ জনের।