লাদাখ সীমান্তে চীনের সাথে সংঘর্ষে ভারতের কর্নেলসহ ৩ সেনা নিহত
ভারত-চীন সীমান্ত এলাকা লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মধ্য ব্যপক সংঘর্ষে ভারতের ১ জন কর্নেলসহ ৩ সেনা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। সোমবারই দুই দেশের সেনাদের মধ্য উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছিল। রাতে চীনা সেনারা শূন্যরেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়। তখন ভারতীয় সেনারাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষে ব্যপক সংঘর্ষ বেঁধে যায়। তবে এই হামলায় কোন গুলি চালানো হয়নি, দুই পক্ষের মধ্য হাতাহাতি ও পাথর দিয়ে ঢিল ছোড়াছুড়ির মাধ্যমে এই হতাহতের ঘটনা ঘটে। তাতে ৫ চীনা সেনাও নিহত হয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের ৩ সেনা নিহত ছাড়াও আহত হয়েছেন আরও ১১ সেনা। তবে ভারত দাবি করছে, চীনই আগ্রাসন চালিয়ে দুই দেশের মধ্য শান্তি নষ্ট করছে।
এই নিয়ে লাখাখে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবার সংঘর্ষ বেঁধে যেতে পারে যা উভয় পক্ষের জন্যই ভীষন বিপদজনক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়ত দুপুরে স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন। লাদাখে হতাহতের খবর চীনা সংবাদ মাধ্যমেও এসেছে। চীন এই ঘটনার জন্য ভারতকে দায়ী করে কড়া হুশিয়ারী দিয়েছে। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা।