দেশে করোনা ভাইরাসে ১ দিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ৫৩ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৮৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯৪৪৮১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৫৩ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ২২৩৭ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৩৬২৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১৭২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৩৭১৭ জনের। গত ২৪ ঘণ্টায় যে ৫৩ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩৪ জন, বাসায় ১৮ জন ও ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ৩০ জন, চট্রগ্রাম বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন ও খুলনা বিভাগে ৩ জন। এদের মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৮ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৬৯৫৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৮ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৫৭৪ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩২৪২ জনের।