২৪ ঘণ্টায় আরও ৩০৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯০৬১৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১২০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য ৩৪০২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭৩৩টি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫০৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১৬৫০৩টি। গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য ৩২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরণ করেছে ২৫ জন, বাসায় ১১ জন ও হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় ২ জনকে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৫ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭০৬৮০। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৭ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৫৫০ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩১৩৮ জনের।