নরসিংদীতে করোনা ভাইরাসে ১৮ জনের মৃত্যু ও আক্রান্ত ১০৭৯ জন

জেলায় আরও ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ৮ই জুন সংগ্রহকৃত ও ৯ই জুন ঢাকায় পাঠানো ১১৭টি নমুনার মধ্য ৪৮টি পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৭৯ জনে। এই ৪৮টির মধ্য ২১ টি সদর উপজেলার, ০২টি পলাশ উপজেলার, ০৫ টি মনোহরদী উপজেলার ও ০৬ টি শিবপুর উপজেলার, ০৩ টি বেলাব উপজেলার ও ১১ টি রায়পুরা উপজেলার। নরসিংদী সিভিল সার্জন অফিসে কর্মরত পরিসংখ্যানবিদ আবদুল মতিন সাহেব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অদ্য ১৫.০৬.২০২০ ইং সকাল ৮ ঘটিকায় মৃত্যুবরণ করেন। অপরদিকে কোভিড পজিটিভ রোগী জনাব আবদুর রউফ দিপ্তী , বয়স ৭১ বছর, হাজীপুর, সদর ,নরসিংদী ০৯ই জুন মৃত্যুবরণ করেন। এই নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৩৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৮ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৭৩৬ জন

রায়পুরা উপজেলাঃ ৭৬ জন

শিবপুর উপজেলাঃ ৭৮ জন

পলাশ উপজেলাঃ ৯৩জন

মনোহরদী উপজেলাঃ ৩৯ জন

বেলাব উপজেলাঃ ৫৭ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ১৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ১১ জন সদর উপজেলার, ২ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার, ২ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৩৫০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন ও হোম আইসোলেশনে ৬৭৩ জন।