নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৩১ জন
জেলায় আরও ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ৭ই জুন সংগ্রহকৃত ও ৮ই জুন ঢাকায় পাঠানো ১০৭টি নমুনার মধ্য ৪১টি পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৩১ জনে। এই ৪১টির মধ্য ২৩ টি সদর উপজেলার, ০৭টি পলাশ উপজেলার, ০৬ টি মনোহরদী উপজেলার ও ০৫ টি শিবপুর উপজেলার। এই নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭১৫ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৭১৫ জন
রায়পুরা উপজেলাঃ ৬৫ জন
শিবপুর উপজেলাঃ ৭২ জন
পলাশ উপজেলাঃ ৯১জন
মনোহরদী উপজেলাঃ ৩৪ জন
বেলাব উপজেলাঃ ৫৪ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫জন। তার মধ্য ৯ জন সদর উপজেলার, ২ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার ও ২ জন বেলাব উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ৩৫০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন ও হোম আইসোলেশনে ৬২৬ জন।