করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ৩২ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৭৫২০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩২ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১১৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৯০৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৮৭৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৪৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৪৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৬০টি ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত ৫০৪৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩২ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য ২৭জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরণ করেছে ২০ জন, বাসায় ১১ জন ও হাসপাতালে আসার পথে ১ জন। এর মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ১৬ জন, চট্রগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন ও বরিশাল বিভাগে ১ জন। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৯ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ২ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ৩ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৭৬১৯ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৭ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৫৩২ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩০৬৫ জনের।