করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ৪৪ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৮৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৪৩৭৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫৭৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৭৮২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪০৩৫টি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬৬৩৮টি। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ৫৯টি ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮৯৯৬০টি। গত ২৪ ঘণ্টায় যে ৪৪ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন। এর মধ্য হাসপাতালে মারা গেছে ২৭ জন, বাসায় মারা গেছে ১৪ জন ও ৩ জন মৃত অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৭ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ৩ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৫৪১৩ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৭ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৫১৩ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৯৭৭ জনের।