মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গাজীপুর জেলা প্রশাসক বরাতে জানা গেছে। এই সাথে মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা উপসর্গ থাকায় ১১ই জুন তাদের ৩ জনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। আজ ফলাফলে তাদের পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা এখন বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী দেশবাসীর কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া করতে বলেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।