করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ৪৬ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৪৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮১৫২৩ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১০৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫০২ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৭২৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১৬৯৫০টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫৯৯০টি নমুনা পরিক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ৫৯টি ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়। দেশে এ পর্যন্ত মোট ৪৭৩৩২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪৬ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩২ জন ও বাসায় ১৪ জন। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন ও ১০০ বছরের ওপরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৩১৭৯ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৭ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪৯৫ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৮৭৬ জনের।