২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৮০৫২ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১০৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৮৪৭ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৬৭৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৬১১৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট ৪৫৭৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্য ৩০ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এর মধ হাসপাতালে মারা গেছেন ২৮ জন ও বাসায় ৯ জন। এর মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৮ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ২২ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬০২৫৬ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৬ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪৭৪ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৭৭৯ জনের।