নরসিংদীতে আরও ৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

জেলায় নতুন করে আরও ৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪৫ জনে। ৪ঠা জুন ও ৫ই জুন ঢাকায় পাঠানো ১৪৩টি নমুনার মধ্য ৫৫টি পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত ৫৫ জনের মধ্য ৩৮ জন সদর উপজেলার, ১৬ জন পলাশ উপজেলার ও ০১ জন রায়পুরা উপজেলার। নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদের নুরুল ইসলাম নামের ৫৫ বয়সের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ই জুন দুপুর ১টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি হার্টের সমস্যায়ও ভুগছিলেন বলে নরসিংদী সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে।এই নিয়ে রায়পুরায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হল। এই নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৬৫৩ জন
রায়পুরা উপজেলাঃ ৬৪ জন
শিবপুর উপজেলাঃ ৬৬ জন
পলাশ উপজেলাঃ ৮০ জন
মনোহরদী উপজেলাঃ ২৮ জন
বেলাব উপজেলাঃ ৫৪ জন

এ পর্যন্ত যে ১৫ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৯ জন সদর উপজেলার, ২ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার ও ২ জন বেলাব উপজেলার।