বার্ন ইনস্টিটিউট থেকে ঔষধ চুরি করায় এক নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরকারী ঔষধ চুরি করে বাইরে নিয়ে যাওয়ার সময় এক নার্সকে আটক করে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম তপন কুমার বিশ্বাস (৪৫) এবং সে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স। মঙ্গলবার সন্ধ্যায় ৩০ বক্স ওষুধসহ তাকে আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান। তার কাছ থেকে উদ্ধার করা ঔষধের বাজার মূল্য ২৫ হাজার টাকা।

তপনসহ একটি চক্র দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ঔষধ চুরি করে বাইরে পাচার করে আসছিল। এনএসআইয়ের একটি দল দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে এই চক্রটির সন্ধান পায়। মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল্লাহ হলের সামনে থেকে এনএস আইয়ের সদস্যরা তপনকে ঔষধসহ হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে। এই বিষয়ে তপনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।