গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ৩৭ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৪৮৬৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫৬৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৫৯০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৯৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪১৫৬০ টি। গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ২৫ জন ও বাসায় ১২ জন। এর মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৭ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৭৯৫৩ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৬ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪৫৫ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৬৮৩ জনের।