নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬০ জন

জেলায় আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬০ জনে। ৩রা জুন সংগ্রহকৃত ও ৪ঠা জুন ঢাকায় পাঠানো ১১৮টি নমুনার মধ্য ২১টি পজেটিভ এসেছে। এই ২১ জনের মধ্য ১৫টি সদর উপজেলার এবং ৬টি শিবপুর উপজেলার। নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য নেওয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৫৯৯ জন

রায়পুরা উপজেলাঃ ৬১ জন

শিবপুর উপজেলাঃ ৬৬ জন

পলাশ উপজেলাঃ ৫৮ জন

মনোহরদী উপজেলাঃ ২৬ জন

বেলাব উপজেলাঃ ৫০ জন

এ পর্যন্ত যে ১৩ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৯ জন সদর উপজেলার, ১ রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার ও ২ জন বেলাব উপজেলার। জেলায় আইসোলেশনমুক্ত ২৫৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন ও হোম আইসোলেশনে ৪৯৬ জন।