করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ৪৫ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭১৬৭৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৭৭৭ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৫৩৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১৪৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৫৫৯৫ জনের। দেশের ৫৫টি ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়। গত ২৪ ঘণ্টায় যে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্য ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। এর মধ ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছেন ২৮ জন, চট্রগ্রাম বিভাগে মৃত্যুবরণ করেছেন ১১ জন, সিলেট বিভাগে মৃত্যুবরণ করেছেন ২ জন, রংপুর বিভাগে মৃত্যুবরণ করেছেন ২ জন ও রাজশাহী বিভাগে মৃত্যুবরণ করেছেন ২ জন। এর মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য রয়েছে ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য রয়েছে ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য রয়েছে ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য রয়েছে ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য রয়েছে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য রয়েছে ১০ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য রয়েছে ৮ জন।