আগস্টে আসছে করোনা ভাইরাসের ভেকসিন
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা করোনা ভাইরাসের ভেকসিন তৈরী করছেন। তারা জানিয়েছেন, মানুষ তাদের তৈরি করোনার ভেকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করতে পারবে। এটি করোনা ভাইরাস নিয়ে শত হতাশার মাঝেও একটি ভাল খবর। অক্সফোর্ডের বিজ্ঞানীরা আশা করছেন আগস্টের শুরুর দিকে এটি ব্যবহারের উপযোগী হবে। এই ভেকসিনের কার্যকারিতা নিয়ে ৮০ % আত্মবিশ্বাসী সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের অধ্যাপক অ্যাড্রিয়ান হিল এই তথ্য জানিয়েছেন। আর তিনিই ইনহেলার ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বে আছেন।
যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ভেকসিন কার্যকর প্রমানিত হলে তারা ২০০ কোটি ডোজ ভেকসিন তৈরি করবে। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাস্কাল সারিওট জানান, তাদের তৈরি ‘এজেডডি১২২’ ভেকসিনটি কার্যকর কি না তা আগস্টের মধ্যেই জানা যাবে। মাইক্রোসফটের বিল গ্রেডস এই প্রকল্পে অর্থায়ন করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে অ্যাস্ট্রাজেনেকা ১০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে। এর মাধ্যমে কোম্পানীটি যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডোজ ভেকসিন সরবরাহ করবে।